The Sequel Of Romance(Bengali)- ইচ্ছাপূর্ণ
অধ্যায়-১
ভাগ - ১
আমি ইচ্ছা | একটি সাধারণ মেয়ে, যে বাস করত এক আশ্চর্য রাজ্যে যেখানে বাস্তব হয়ে ওঠে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী | অাজ আমার জীবনের কিছু অংশ তোমাদের জানাব | শুরু করি শৈশব থেকে, তার থেকে বাল্যাবস্থার কথা আমার মনে পরে না | একটি ছোট্ট মেয়ো যাত্রা শুরু করে এই বিশাল পৃথিবীর নতুন নতুন রাস্তাগুলি উদ্ঘাটন করতে | সবার আগে পরিচয় করাই মায়ের সাথে যাকে ছাড়া এই ক্ষুদ্র উপন্যাসটি অসম্পূর্ণ | তিনি খুবই বিস্ময়জনক ছিলেন যার অর্থ এখন বুঝলেও তখন বোঝাটা অসম্ভম ছিল | হতবুদ্ধিও হোতাম আবার নিজ মনে খুব কষ্ট ও পেতাম | প্রত্যেক মায়ের মতো আমার মাও চেয়েছিলেন জীবনের নৈতিকতা আমার চারিত্রিক গঠনের সাহায্য করুক তবে বেদনা দ্বারা | মা তাঁর ইচ্ছানুসারে আমাকে পরিচালিত করতে লাগলেন | আশ্চর্যজনক না ব্যাপারটি ? শারীরিক বা মানসিক . যেই পথই অবগুন্ঠিত হত তা অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল |
আমার মস্তিষ্কে কেবল একটি মাত্র প্রশ্ন ঘুরছিল , তিনি কেন এতটা অসুখী ও আমি কী করতে পারি এই চরমাবস্থা দূর করতে ? মা ছিলেন আমার সমস্ত বিশ্ব , আর সেটাই দিনে দিনে ধ্বংস হতে দেখতে কারই বা ভালো লাগে | তারই আপ্রাণ চেষ্টায় একটু করে ঠিক তেমনি গড়ে উঠতে লাগলাম যেমনি মা চাইছিলেন | তবে তাতে কিছু অন্যরকম চিন্তাধারা ও স্বভাব রপ্ত করি |
অনেক দোস্ত ছিল আমার | হঠাত তারা একদিন আমায় বর্জন করল | কেউ খেলল না আর | খুব কেঁদেছিলাম | যা হচ্ছিল তা আমার বোধগম্যতার বাইরে ছিল | পড়ে থাকা মিত্রদের মধ্যে ছিল কেবল বিশাল মাঠ , খোলা আকাশ , বড় বড় গাছের ছায়া ও প্রিয় মা |
হঠাত ই একদিন কে যেন ছোট্ট মনটির খুব কাছে কড়া নাড়লে | দেখা হল নতুন সাথী পূর্ণর সাথে | তখন আমার বয়স ৫ বছর | আজব এক খুশীর বন্যা বয়ে গেল | তবে তা থামবেও তো এভাবে তা চিন্তা ভাবনার ঊর্ধ্বে ছিল |
ক্রমশ.............