Poem From Our Valued Subscriber-কবির আত্মকথা
কবির আত্মকথা
----------------------নই আমি কবি, নই অনুভবী,
নেই কবিত্বের বৃথা অভিমান,
নই কোন তাত্ত্বিক, নইতো সাহিত্যিক,
নেই কোন বিষয়ের জ্ঞান ।
নই বিশেষজ্ঞ, নিতান্ত অজ্ঞ,
শুধু আছে একখানি মন,
তারই মাঝারে, লক্ষ হাজারে --
কত কথা আছে যে গোপন ।
আবেগের পরশে, খেয়ালের বশে,
বিষাদে কিংবা আনন্দে,
নিজেরই অজান্তে, নিভৃত প্রান্তে --
কথামালা গাঁথা হয় ছন্দে ।
মোর "বাংলা কবিতা", হে বঙ্গমাতা --
তব চরণে করিনু অর্পন ।
গঙ্গাজলে তোর, গঙ্গাপূজা মোর
হইল যে সমাপন ।।